ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, দেখা করবেন ড. ইউনূসের সঙ্গেও

বিক্রম মিশ্রি
সকালে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।

বিক্রম মিশ্রি ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) নেতৃত্ব দেবেন।

রাতে ঢাকা ত্যাগ করার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন দেখা দিয়েছে এই বৈঠকে সেটি আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে।  

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র এর আগে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন এফওসি এই ব্যবধান কমিয়ে আনা এবং ইতিবাচক রাজনৈতিক বিষয়ে মনোনিবেশ করবে।

 

Comments

The Daily Star  | English
national citizen party rally in Dhaka

NCP rally begins at Shaheed Minar

The event started at 5:00pm

1h ago