রোকেয়া পদক পেলেন রাণী হামিদ, পারভীন হাসান, শিরিন হক ও তাসলিমা আখতার

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বেগম রোকেয়া পদক হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চারজনকে বেগম রোকেয়া পদক ২০২৪ এ ভূষিত করা হয়েছে।

তারা হলেন—দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি রাণী হামিদ, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী পারভীন হাসান, নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক, শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার তাসলিমা আখতার।

আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদক তুলে দেন।

পদকপ্রাপ্তদের মধ্যে রাণী হামিদ বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার, পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন ও সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য, শিরিন পারভিন হক নারীপক্ষের প্রতিষ্ঠাতা এবং তাসলিমা আখতার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেন, 'এই পদক তাদের সাম্প্রতিক কোনো অর্জনের জন্য নয়। এটি তাদের সারাজীবনের কর্তব্যবোধ এবং অনুপ্রেরণার স্বীকৃতি যার জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এটা পুরো জাতির জন্য একটি দৃষ্টান্ত।'

বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'তার দূরদর্শিতা ও প্রচেষ্টা সব প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। যারা বেগম রোকেয়াকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন তাদের দূরদর্শিতার প্রতি কৃতজ্ঞতা।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago