এস আলম গ্রুপ চেয়ারম্যানের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

ঋণের টাকা আদায়ে এস আলম হাউসের সামনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

ঋণের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ 'এস আলম হাউস'র সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার শতাধিক কর্মকর্তা।

কর্মসূচিতে অংশ নেওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা গণমাধ্যম কর্মীদের বলেন, 'ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। আর বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা। যদি বিনিয়োগের টাকা সময়মতো আদায় করতে না পারি, তাহলে যারা ডিপোজিট করেছে তাদের টাকা সময়মতো ফেরত দিতে পারি না। ফলে আমাদের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।'

অবস্থান কর্মসূচি থেকে জুবিলী রোড শাখার ব্যবস্থাপক আনোয়ারুল আলম বলেন, 'ডিপোজিটারদের টাকা নিয়ে আমরা বিনিয়োগ করেছি। তাদের টাকা ফেরত দেওয়ার দায়বদ্ধতার কারণেই আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি।'

ব্যাংক কর্মকর্তারা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট বিনিয়োগ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলম ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, এস আলম হাউজে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের কেউ এখন অবস্থান করেন না।

গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের আগেই (জুলাইয়ের শেষ সপ্তাহে) সিঙ্গাপুর চলে গেছে তার পরিবারের সদস্যরা। বর্তমানে পাঁচ তলাবিশিষ্ট এই বাড়িতে কয়েকজন কেয়ারটেকার ও গাড়ি চালক রয়েছেন বলে এলাকাবাসী জানান।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

55m ago