বিচারব্যবস্থা হস্তক্ষেপমুক্ত করতে প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছে সংবিধান সংস্কার কমিশন। বৈঠকে বিচারব্যবস্থা হস্তক্ষেপমুক্ত করতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়।

আজ বুধবার প্রধান বিচারপতির কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ।

সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেই সঙ্গে সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা মত বিনিময় করেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago