৭৮ বাংলাদেশিকে ভারত থেকে ফেরত পাঠানো হবে: উড়িষ্যা পুলিশ

ভারতীয় কোস্টগার্ড, উড়িষ্যা, প্যারাদ্বীপ, বঙ্গোপসাগর, ট্রলার,
ছবি ভারতীয় কোস্টগার্ডের ফেসবুক পেজ থেকে নেওয়া

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা পুলিশ।

উড়িষ্যা পুলিশ জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ নামের দুটি ট্রলারসহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়।

ভারতীয় কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ট্রলার দুটি থেকে প্রায় ১৬০ টন মাছ জব্দ করা হয়েছে।

আটকের পর মঙ্গলবার বাংলাদেশি জেলেদের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উড়িষ্যা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) তদন্তের পর নিশ্চিত করে, আটককৃতরা মৎস্যজীবী।

প্যারাদ্বীপ পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট সন্তোষ জেনা জানান, আটক জেলেদের আইএমবিএলের কাছে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন ও ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ট্রলার দুটি ভারতীয় জলসীমায় চলাচল করছিল।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

8m ago