শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: পলাশ খান/ স্টার

শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দেশের মানুষ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন সব শ্রেণি-পেশার মানুষ।

ছবি: পলাশ খান/ স্টার

ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের বেদি।

ফুলে ফুলে ছেয়ে গেছে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ছবি: পলাশ খান/ স্টার

রাজধানী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Comments