রিউমর স্ক্যানারের প্রতিবেদন

চীনের হ্যালোইন উদযাপনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু পোড়ানোর দৃশ্য দাবিতে মিথ্যা প্রচারণা

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়, যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ শনিবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ভিডিওটি বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের।

কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। বরং ভিডিওটি অন্তত ছয় বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের দৃশ্যের।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

এ বিষয়ে অনুসন্ধানে SviatMe নামের একটি ইউটিউব চ্যানেলে 'Halloween Party at Chimelong Ocean Park | Zhuhai, China | SviatMe' নামক শিরোনামে ২০১৮ সালের ২৭ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৫ মিনিট ২৫ সেকেন্ডের পরবর্তী সময়ের ভিডিও ফ্রেমের সঙ্গে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, দৃশ্যটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির দৃশ্য।

উল্লেখ্য যে, হ্যালোইন পশ্চিমা দেশগুলোর অন্যতম একটি জনপ্রিয় উৎসব। এটি মূলত পশ্চিমা বিশ্বে পালিত হলেও প্রায় সারা বিশ্বেই এটির উদযাপন কমবেশি দেখা যায়। এদিনে অনেকেই ভূতুড়ে সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকে।

তা ছাড়া, galaxychimelong নামক একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও ২০১৮ সালের ৩১ অক্টোবরে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে প্রচারিত ভিডিওটির অনুরূপ কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওটিতে জায়গাটির অবস্থান হিসেবে চীনের গুয়াংডং উল্লেখ করা হয়েছে।

ওই অ্যাকাউন্টে হ্যালোইন পার্টিতে ধারণ করা আরও একাধিক ভিডিও ও ছবি একই দিনে পোস্ট করা হয়েছে এবং স্থান হিসেবে Chimelong Ocean Kingdom উল্লেখ করা হয়েছে, যেটি চীনের ঝুহাইয়ের হেংখিনে অবস্থিত।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে sinchew নামের চীনা ভাষার একটি ওয়েবসাইটে এ বিষয়ে ২০২০ সালে চীনা ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে বলা হয়, প্রচারিত ভিডিওটি নাইজেরিয়ার দাবিতে প্রচার করা হলেও আদতে এটি চীনের একটি হ্যালোইন পার্টির দৃশ্য।

এ ছাড়াও পূর্বে প্রকাশিত আন্তর্জাতিক আরও একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। যেখানে দেখা যায়, ওই ভিডিওটি আগেও নানা ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে। তবে ভিডিওটি আদতে চীনের এবং মানুষ সদৃশ যা পোড়ানো হচ্ছে, তাও আসল মানুষ নয়।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সুতরাং, চীনের হ্যালোইন উৎসবে মানুষ সদৃশ বস্তু পোড়ানোর পুরোনো একটি দৃশ্যকে বাংলাদেশে সম্প্রতি হিন্দু পোড়ানো হচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

35m ago