বাবরি মসজিদ ধ্বংস নিয়ে বাংলাদেশে কোনো ভিডিও প্রদর্শিত হয়নি: রিউমর স্ক্যানার

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে হিন্দুদের বিরুদ্ধে উসকে দেওয়ার জন্য বড় পর্দায় বাবরি মসজিদের ধ্বংসের দৃশ্য দেখানো হচ্ছে দাবিতে সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ রোববার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি, বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে হিন্দুদের বিরুদ্ধে উসকে দেওয়ার জন্য বড় পর্দায় বাবরি মসজিদের ধ্বংসের দৃশ্য দেখানো হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের মহারাষ্ট্রের মুমব্রায় গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এসডিপিআই নামের একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর ভিডিও।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে এক তারকা যুক্ত একটি পতাকা দেখা যায়। এ ছাড়াও, স্ক্রিনের নিচে 'Social Democratic Party of India' লেখা দেখতে পাওয়া যায়। 

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

এই তথ্যের সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, 'সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই)' একটি ভারতীয় রাজনৈতিক দল, যা ২০০৯ সালের ২১ জুন নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়। আলোচিত ভিডিওতে প্রদর্শিত পতাকার সঙ্গে এসডিপিআইয়ের দলীয় পতাকার মিল রয়েছে।

রিউমর স্ক্যানারের প্রাথমিক পর্যবেক্ষণে ভিডিওটি বাংলাদেশের নয় বলে প্রতীয়মান হয়েছে।

পরবর্তীতে, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে 'SDPI Mumbra Kalwa' নামক এক্স অ্যাকাউন্টে গত ৬ ডিসেম্বর 'Babri Masjid Timeline Exhibition | SDPI Mumbra at Darul Falah | A Journey Through History' শীর্ষক ক্যাপশনে একটি সংক্ষিপ্ত ভিডিও খুঁজে পাওয়া যায়। পোস্টে সংযুক্ত একটি লিংক থেকে ইউটিউবে একই প্রদর্শনীর একটি দীর্ঘ ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির ক্যাপশনে জানানো হয়, এটি ভারতের মহারাষ্ট্রের মুমব্রা এলাকার দারুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ঘটনা।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

একই এক্স অ্যাকাউন্টে ৭ ডিসেম্বর প্রকাশিত আরেকটি পোস্টে একই প্রদর্শনীর ভিন্ন একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একটি মসজিদ দেখা যায়।

এই সূত্র ধরে রিউমর স্ক্যানার টিম গুগল ম্যাপে মুমব্রা এলাকায় দারুল ফালাহ নামে একটি মসজিদের অবস্থান শনাক্ত করে। গুগল ম্যাপে থাকা দারুল ফালাহ মসজিদের সঙ্গে আলোচিত ভিডিওতে দেখা যাওয়া মসজিদের মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সুতরাং, গত ৬ ডিসেম্বর ভারতের মুমব্রায় এসডিপিআই আয়োজিত বাবরি মসজিদ বিষয়ক প্রদর্শনীর ভিডিওকে বাংলাদেশে প্রদর্শনীর দাবিতে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

9h ago