ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় ঘন কুয়াশার মধ্যে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়েছে। এতে একজন নিহত ও আরও ১০-১৫ জন আহত হয়েছেন।

আজ ভোর ৬টার দিকে একই জায়গায় এই দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'মাওয়ামুখী লেনে প্রথমে একটি প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। তারপরে একটি বাস প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের পেছনে এসে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি চলে যাওয়ার পরে আগের বাসটির পেছন আরও কয়েকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।'

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়া আজাদ জানান, 'আহত ১০-১৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।'

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার একজন নিহত হওয়ার কথা জানান। নিহতের নাম ফরহাদ (৪০)।

তিনি বলেন, 'তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

3h ago