ঘন কুয়াশায় ৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশা কেটে যাওয়ার পর সকালে ফেরি চলাচল শুরু হয়। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং সাড়ে ছয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে নৌরুটগুলোতে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে এবং রাত সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মাঝ নদীতে চারটি ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কপোতী, শাহ পরান এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। পাঁচটি ফেরি-কুমিল্লা, বনলতা, ডা. গোলাম মাওলা, কেরামত আলী এবং হাসনাহেনা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এবং দুইটি ফেরি বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে।

একইভাবে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ঘাটেও ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙর করে ছিল।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago