শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠানো হয়েছে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি এক্সট্রাডিশন (ফেরত পাঠানো) করার জন্য।'

'এটি প্রক্রিয়াধীন রয়েছে', যোগ করেন তিনি।

কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।'

রোহিঙ্গা অনুপ্রবেশ পরিস্থিতি

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দুই মাসে নয়, বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই (বাংলাদেশে) প্রবেশ করতে দেব না।

তিনি আরও বলেন, 'মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত আছে, তার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে চলে গেছে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, মিয়ানমারের সঙ্গে বিজিবির আনুষ্ঠানিক আলোচনার যে প্রক্রিয়া ছিল, তা এখন আর নেই।

'তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা সুযোগ নেই', যোগ করেন তিনি।

রোহিঙ্গা সমস্যা দ্রুত নিরসনের চেষ্টার কথা জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে আয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারব না। আপনারা (সাংবাদিকরা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করতে পারেন। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।'

'প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো', যোগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে  উপদেষ্টা জাহাঙ্গীর আলম দাবি করেন, দুর্নীতির কারণেই সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।  

রোহিঙ্গা অনুপ্রবেশের এই দুর্নীতির সঙ্গে বিজিবি জড়িত কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কি। ওইখানে যুদ্ধ হচ্ছে। ওইখানের পরিস্থিতিও আপনারা জানেন। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমেই প্রবেশ করে।'

Comments

The Daily Star  | English
Magura child rape case

Magura rape case: Charge sheet submitted against 4

Police filed the charge sheet with the court at 9:10pm

2h ago