বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে বিদেশে যেতে দেওয়া হয়নি

মো. মইনুল ইসলাম | ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, মইনুল ইসলাম ও তার স্ত্রী কানাডা যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠিয়ে দেয়।

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) হত্যাকাণ্ডের পরপরই মইনুল ইসলামকে বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সামরিক কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদন্নতি পান।

এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের পুনঃতদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'মইনুল ইসলাম টরন্টো (কানাডার শহর) যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপর তিনি বিদেশে যাবেন। তাকে আটক করা হয়নি।'

Comments

The Daily Star  | English

Yunus calls for stronger ties with Pakistan

Pakistan's Foreign Secretary Amna Baloch called on him at the state guest house Jamuna today

1h ago