রিউমর স্ক্যানারের প্রতিবেদন

২০২৩ সালের ঘটনাকে সাম্প্রতিক সাম্প্রদায়িক বলে মিথ্যা প্রচারণা

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে হামলার ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওপটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি, নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল আসা বাজারে হামলার ঘটনা দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। একই দাবির এক্সের কিছু পোস্টের ক্যাপশনে বাংলাদেশি হিন্দুদের বাঁচানো সংক্রান্ত হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক ঘটনার দাবি করা পোস্টগুলোতে বর্তমান সরকারের আমলের ঘটনা দাবি করে এই সরকারের সমালোচনাও করতে দেখা গেছে।

কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, নোয়াখালীতে দোকানে হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এই ঘটনার সঙ্গে কোনো হিন্দু ব্যক্তির সংশ্লিষ্টতাও নেই। বরং ভিডিওটি ২০২৩ সালের যা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে 'Channel Noakhali' নামক একটি পেজে ২০২৩ সালের ২ ডিসেম্বর আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফুটেজের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটিতে ক্যাপশন বর্ণনায় উল্লেখ করা হয়, ১ ডিসেম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে রাজ গার্মেন্টসে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—ওই প্রতিষ্ঠানের মালিক শাহরাজ উদ্দিনসহ (৩১) তার পরিবারের হাজী মুস্তাফিজুর রহমান (৮৩), মো. বেলায়েত হোসেন (৬৩), ওমর ফারুক (৩৮), শাহাব উদ্দিন (৬৩) ও ইমাম হোসেন খান (৫৬)।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে গাংচিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খান ও তার শ্বশুর দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিত হামলা চালায়। তাদের সবার হাতে থাকা ধারালো দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে জখম করে। এ ঘটনার দুই মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা গেছে, গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক ছাত্রলীগ নেতা শাহরাজ উদ্দিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খান। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তিনি হুমকিও দেন। এরই জেরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে অস্ত্রসহ রাজিব ও তার শ্বশুরের নেতৃত্বে সহযোগীদের নিয়ে রাজ গার্মেন্টসে হামলা ও ভাঙচুর চালান।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন গ্লোবাল টিভিকে বলেন, আমার কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব। আমি না দেওয়ায় বিভিন্ন সময় তারা হুমকি দিচ্ছিল। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের বিচার চাই।

এ বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খানের মোবাইল ফোনে বারবার কল দিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব বলেন, 'হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে। ভিডিওতে তাকে অস্ত্র হাতে হামলা করতে দেখা গেছে। তার বিরুদ্ধে মামলা হচ্ছে। বাকিদের আটকে অভিযান চলছে।'

পরবর্তী অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ ডিসেম্বর 'নোয়াখালীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল | Noakhali Attack | Viral Video | Jamuna TV' শীর্ষক ক্যাপশনে আপলোড করা একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে দেখানো ভিডিওটির ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ফুটেজের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিও প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর  রাত ৮টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

এই বিষয়ে গণমাধ্যমটির ওয়েসবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'স্থানীয়রা জানান, গাংচিল বাজারের ডাব ব্যবসায়ী মুসলিমের দোকানের কর্মচারীকে ডিপ টিউবয়েল বসানোর কাজে লাগানোর চেষ্টা করেন বাজার কমিটির সেক্রেটারি রাজিব খানের আত্মীয় তারেক। এ নিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে, রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। পরে রাজিবের স্বজনরা মুসলিমের ভাতিজা মো. শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এ সময় তাদের পরিবারের পাঁচজন আহত হয়।'

এ ছাড়াও, যায়যায়দিন ও আরটিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ থেকেও জানা যায় ঘটনাটি ২০২৩ সালের।

অর্থাৎ, আলোচিত এই ঘটনা ২০২৩ সালের, যা আওয়ামী লীগ সরকারের সময়ের। সুতরাং, নোয়াখালীতে মুসলিম ব্যক্তির দোকানে হামলার ২০২৩ সালের ঘটনাকে সাম্প্রতিক এবং হিন্দুদের ওপর হামলা দাবিতে প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

3h ago