আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়ার অনুরোধ

মো. তৌহিদ হোসেন

গত ৩১ মে নির্ধারিত সময়ের মধ্যে যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাদের দুর্দশা লাঘবে রোডম্যাপের অপেক্ষা করছে ঢাকা।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে এই কথা বলেন।

আজ সোমবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর ঢাকা সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ হওয়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ওষুধ, জাহাজ নির্মাণ এবং নবায়ণযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

হাইকমিশনার বাংলাদেশে নতুন উৎপাদিত মালয়েশিয়ান গাড়ির বাজারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আগামী বছরের জানুয়ারিতে আসিয়ানে সভাপতির দায়িত্ব পালন করবে মালয়েশিয়া। পররাষ্ট্র উপদেষ্টা এ জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান।

Comments