হালনাগাদ খসড়া তালিকায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

Election Commission Logo

হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

আজ বৃহস্পতিবার খসড়া তালিকার তথ্য প্রকাশ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হালনাগাদ খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার আছেন ৯৯৪ জন।

গত বছরের ২ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন।

হালনাগাদ তালিকা নিয়ে কারও কোনো দাবি-আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে এ বিষয়ে আবেদন করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আবেদনের নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

57m ago