পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে।

আজ বুধবার এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি।

এতে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া।

২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান। ছবি: সংগৃহীত

এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর এবং এরপরেই জাপানের অবস্থান। 

ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে তালিকায়।

২০২৪ সালের সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন। 

এবার সূচকে প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৫৭টি দেশে। 

আর পাকিস্তানের অবস্থান তিন ধাপ এগিয়ে ১০৩ নম্বরে এসেছে। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৩ সালের মতো ২০২৪ সালের সূচকেও তলানিতে আছে আফগানিস্তান।

তালিকায় পাকিস্তান, আফগানিস্তান ছাড়া বাংলাদেশের পেছনে আছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, ইরাক ও সিরিয়া।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে দ্য হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

1h ago