পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইতালি গমনেচ্ছুদের মানববন্ধন

পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইতালি গমনেচ্ছুদের মানববন্ধন। ছবি: এমরান হোসেন/স্টার

পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছু ব্যক্তিরা। তাদের দাবি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা দিচ্ছে না বাংলাদেশের ইতালি দূতাবাস আর তাই পাসপোর্ট ফেরত পাওয়ার দাবি তাদের।

আজ রোববার সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন প্রায় একশ বাংলাদেশি।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, এসময় তাদের হাতে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড দেখা যায়।

মানবন্ধনে অংশ নেওয়া কয়েকজন ডেইলি স্টারকে জানান, দেড় থেকে দুই বছর পেরিয়ে গেলেও ইতালি দূতাবাস তাদের ভিসা বা পাসপোর্ট কিছুই ফেরত দিচ্ছে না। তাদের কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারছেন না তারা।

তারা বলেন, পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্যান্য দেশে যেতে আবেদনও করতে পারছে না তারা।

আজকের মানবন্ধনে তারা ভিসাসহ পাসপোর্ট ফিরে পাওয়ার দাবি জানান, অন্যথায় তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

একই দাবিতে গত ৯ জুন গুলশানে এবং গত এপ্রিলে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেছিলেন ভুক্তভোগীরা। 

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at Bailey Road restaurant

Eight fire engines went to the spot to douse the blaze

26m ago