আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন চারটি কমিশনের সদস্যরা। হস্তান্তরের পর প্রতিবেদন নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে। দুপুর দেড়টা পর্যন্ত আশা করছি এই মিটিং হবে।

তিনি বলেন, 'এরপর দুপুর ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা; তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন। তবে আমরা এখনও জানি না কারা (ব্রিফিংয়ে) আসবেন।'

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বর্ধিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে ছয় সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশা করেছিল সরকার।

এই ছয়টি কমিশন হলো—ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগী সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন।

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago