ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার ভোররাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে।

এমন পরিস্থিতিতে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটে যাওয়ার পথে যমুনা নদীর মাঝখানে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। রাত দীর্ঘ হতে হতে এক সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ দৃষ্টিসীমার আড়ালে চলে যায়।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে দুটি রুটেই ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে মন্তব্য করেন আব্দুস সালাম। জানান, কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago