চট্টগ্রামের আগ্রাবাদে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিভিন্ন দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকরা।

আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আগ্রাবাদ ট্রাফিক অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের এ অবস্থানের কারণে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ আছে।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে চালকদের এ কর্মসূচি চলছে।

তাদের দাবিগুলো হলো—চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের ক্ষেত্রে ৩ হাজার ২৫০ টাকা জরিমানা দেওয়ার যে বিধান আছে, তা কমিয়ে আনা, জব্দকৃত রিকশা, ইজবাইক ১০ দিন হেফাজতে রাখার বিধান প্রত্যাহার করা এবং বিআরটিএ অনুমোদিত লাইসেন্স, নীতিমালা, রুট পারমিট ও সার্ভিস লেন চালু করা।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম ট্রাফিক জোনের উপকমিশনার নিস্কৃতি চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে এবং এ বিষয়ে পুলিশ একা কাজ করতে পারে না।'

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'পুলিশ আইন মেনে ও কাগজপত্র দেখেই কাজ করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English
Bangladeshi Migrant Workers Deaths Over The Years

In coffins, from faraway lands

Kazi Salauddin, a 44-year-old man from Cumilla, migrated to Saudi Arabia in October 2022, hoping to secure a bright future for his family. But barely a year later, Salauddin, the father of two daughters and a son, died suddenly.

9h ago