ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া, ঝিনাইদহ, সড়ক অবরোধ, ঝাউদিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় ,
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: আনিস মণ্ডল/স্টার

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

বিক্ষোভকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে এ আন্দোলন চলবে।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনা ঘটছে।

কাভার্ড ভ্যান নিয়ে কুষ্টিয়া থেকে যশোর যাচ্ছিলেন হাফিজুর রহমান। তিনি বলেন, 'এক ঘণ্টার বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না।'

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনে দায় তাদেরই নিতে হবে।

মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইবি থানার ওসি ইতিমধ্যে আমাদের এখানে এসেছিলেন।ন আমরা তাকে বলেছি কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন, সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করব।'

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, 'থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটা তাদের বুঝতে হবে। '

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

6h ago