কুমিল্লায় ‘বেসামরিক ব্যক্তির মৃত্যুর’ ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার: আইএসপিআর

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটক মো. তৌহিদুর রহমান নামে এক ব্যক্তির 'মৃত্যুর' ঘটনায় একজন ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শনিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক হওয়া তৌহিদুর (৪০) একইদিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বিষয়টিকে 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা' হিসেবে অভিহিত করে আইএসপিআর জানায়, এর সঙ্গে জড়িত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে 'তাৎক্ষণিকভাবে প্রত্যাহার' করা হয়েছে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 'মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago