ইজতেমা মাঠের ২ কিলোমিটারের মধ্যে ড্রোন না ওড়ানোর নির্দেশ

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের ঢল। ছবি: সংগৃহীত
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের ঢল। ছবি: সংগৃহীত

টঙ্গীতে ইজতেমা মাঠের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আজ রোববার রাত ৯টায় জিএমপি নাজমুল করিম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিশ্ব ইজতেমায় ড্রোন পড়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।' 

'আজ ড্রোন নিয়ে ঝামেলা হয়েছে। কারা ড্রোন উড়িয়েছে, এখনো খোঁজ পাওয়া যায়নি,' যোগ করেন তিনি।

আজ সকালে ইজতেমা মাঠে ওপর থেকে একটি ড্রোন পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়লে ধাক্কাধাক্কিতে অন্তত ৪০ জন আহত হন।

জিএমপির গণবিজ্ঞপ্তি বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে আগতদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ২-১৮ ফেব্রুয়ারি ড্রোন ও ড্রোন ক্যামেরা বা ভিডিওসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago