তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ: অন্তত ১৫ ট্রেনের শিডিউল বিপর্যয়

কমলাপুর রেলস্টেশনের যাত্রীদের দুর্ভোগ। ছবি: এমরান হোসেন/স্টার

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করায় এখন পর্যন্ত অন্তত ১৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা বিভাগ) মহিউদ্দিন আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১৫টি ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। অনেক ট্রেন এখন পর্যন্ত আসতেও পারেনি।'

এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ও নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা দুটি আন্তঃনগর ট্রেন তেজগাঁও স্টেশনের কাছে আটকা পড়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা টিকিটের টাকা ফেরত চাচ্ছেন, তাদের দেওয়া হচ্ছে।

'আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কখন থেকে ট্রেন চলাচল চালু হবে, তা বলা যাচ্ছে না।'

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


 

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

9h ago