খুলনায় আলোচিত শেখ বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর

দক্ষিণাঞ্চলের আলোচিত শেখ বাড়িতে ভাঙচুর শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ বুধবার রাত সাড়ে ৮টায় খুলনার ময়লাপোতা এলাকার এ বাড়িটি ঘিরে ফেলে কয়েক হাজার জনতা।
বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েলের।
রাত সাড়ে ৯টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটির গেট ভাঙার চেষ্টা করে জনতা। পরে আরেকটি বড় বুলডোজার আনা হয়।
এছাড়া, অনেকে রড-হাতুড়ি দিয়ে বাড়ির প্রাচীর ভাঙার চেষ্টা করেন।
রাত ৯টার দিকে বাড়ির ছাদে কিছু সময় আগুন জ্বলতে দেখা যায়।
বাড়ির আশেপাশে কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাঙচুরের ঘটনাটি ফেসবুকে আমি দেখেছি। আর কিছু বলতে পারছি না।'
Comments