সায়েন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে সিটি কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয় এবং এখনো চলছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজীব গায়েন জানান, শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
এর প্রতিক্রিয়ায় সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

49m ago