সিইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কয়েকজন আহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতর কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন। 

গতরাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। পরে সেখান থেকে দুই শিশু বের হতে পারলেও একজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে।'

এসআই আরও বলেন, 'সেসময় ওই সড়ক দিয়েই নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। তারা নির্মাণ শ্রমিকদের বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-র‍্যাব সদস্যরাও যান। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।' 

ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহানের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। 

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান ডেইলি স্টারকে বলেন, 'কারখানার উত্তেজিত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago