রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়া বিষয়ে তদন্তের নির্দেশ

ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত সেনা রিক্রুট করছে রাশিয়া। ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কয়েকজন বাংলাদেশির জড়িয়ে পড়া বিষয়ে তদন্ত করতে মস্কোতে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'একটি মানব পাচারকারী চক্রের মাধ্যমে পাচার হওয়া কয়েকজন বাংলাদেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে সম্প্রতি গণমাধ্যম জানিয়েছে।'

'আমরা জানতে পেরেছি যে, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধে জড়াতে বাধ্য করেছে। আমরা রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি তদন্ত করতে বলেছি', যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে একজন এজেন্টকে গ্রেপ্তার করেছে এবং এই ধরনের অপরাধে জড়িত ভ্রমণ বা রিক্রুটিং এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়া ভ্রমণকারীদের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখার জন্য সরকার বিমানবন্দর এবং অভিবাসনকেও নির্দেশ দিয়েছে।

রফিকুল আলম বলেন, 'এর আগে, সোলায়মান কবির নামে এক বাংলাদেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হলেও পরে তিনি মস্কোর বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেন, পরে তার প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।'

একইভাবে অন্য যে কেউ সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

45m ago