চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে বহাল ও বন্দিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপারাধ জেল বন্দিদের মুক্তি ও অন্যায়ভাবে চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের সরকারি ক্ষতিপূরণসহ চাকরিতে বহাল করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিডিআর পরিবার।
আজ মঙ্গলবার সকালে বিডিআর পরিবারের আয়োজনে 'জাস্টিস ফর বিডিআর' ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
তাদের অন্যতম একটি দাবি হলো, স্বাধীন তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত 'ব্যতীত' শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নম্বর ধারা বাদ দিতে হবে। তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা এবং সদস্যদের হাইকোর্ট বিভাগের বিচারপতির পদমর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে।
প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবি জানান তারা।
Comments