ডিজিএফআইয়ের ‘আয়নাঘরে’ আটক ছিলেন নাহিদ, শনাক্ত করে যা বললেন

নিজে যেই আয়নাঘরে বন্দি ছিলেন, তা শনাক্ত করেছেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয় উপদেষ্টা আজ বুধবার আয়নাঘর পরিদর্শনে যান।

রাজধানীর তিনটি এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের এসব 'আয়নাঘর' পরিদর্শনের সময় তার সঙ্গে ছিল কয়েকটি গণমাধ্যম।

কচুক্ষেতে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনের সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কক্ষ শনাক্ত করেন, যেখানে জুলাই আন্দোলনের সময় তাকে আটকে রাখা হয়েছিল।

এসময় নাহিদ ইসলাম বলেন, 'আমাকে গ্রেপ্তার করে নিয়ে এসে ইন্টারোগেশন করা হয়েছে অনেক। যখন চোখ খোলা হয়েছিল, তখন এরকম একটা রুম দেখেছি। যতক্ষণ রুমে থাকতাম, ততক্ষণ চোখ খোলা থাকত, হাতকড়া খুলে দিত। রুম থেকে বের করার সময় চোখ বাঁধত, হাতকড়া বাঁধত।'

'এখানে ছিল একটা কাঠের দরজা, তার সামনে একটা লোহার দরজা ছিল। দরজার নিচ দিয়ে খাবার দিত। রুমে গোল গোল হলুদ লাইট ছিল। প্রচুর সাউন্ড হতো বাইরে,' বলেন তিনি।

 নাহিদ আরও বলেন, 'একটা পাত্র ছিল, প্রস্রাব করতে হলে এখানেই করতে হতো। অন্যক্ষেত্রে  ওয়াশরুমে নিয়ে যেত।'

নাহিদ আরও জানান, ওই রুমের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনজাতীয় কিছু ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

48m ago