প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের প্রথম সভা কাল বিকেল ৩টায়

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: বাসস
প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এ সভা হবে। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় বক্তব্য দেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

বিএনপি সূত্র জানায়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশ নেবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গত বুধবার ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজকে কমিশনের সহ-সভাপতি করা হয়েছে।

কমিশনের অপর সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

এ কমিশন গঠন সংক্রান্ত বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশন কাজ শুরু করবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং সুপারিশ করবে কমিশন।

এতে আরও বলা হয়, কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ হতে ছয় মাস। প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে।

Comments

The Daily Star  | English
Tariff Rationalisation by NBR Ahead of LDC Graduation

Govt to rationalise tariffs on around 350 items

In the past two years, the NBR brought down tariffs on 60 items within the bound tariff rates based on the panel's suggestion.

12h ago