সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, আমলা এবং একজন বিচারপতি।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের মধ্যে আছেন—আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই-এলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
এছাড়া আদালতে আনা হয় দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান এবং সালমান এফ রহমানকে।
Comments