২৭তম বিসিএসে ‘নিয়োগবঞ্চিতদের’ নিয়ে আপিল বিভাগের রায় কাল

সুপ্রিম কোর্ট

২৭তম বিসিএস পরীক্ষার প্রথম ভাইভা বাতিলের বৈধতা নিয়ে আপিলের রায় দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।

আপিলকারীদের আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন আদালতকে জানান, ২৭তম বিসিএসের ভাইভা বাতিল হওয়ার ফলে বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের মধ্যে ১৩৮ জন চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক রিভিউ পিটিশন দাখিল করেন।

২০১০ সালের ১১ জুলাই, তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে তিনটি পিটিশন খারিজ করে দিলে ওই প্রার্থীদের নিয়োগের পথ বন্ধ হয়।

আপিল বিভাগ গত বছরের নভেম্বরে প্রার্থীদের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ২০০৭ সালের ১ সেপ্টেম্বর ২৭তম বিসিএসের ভাইভার ফল বাতিল করে। ওই পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিসহ পিএসসির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠার পর তা বাতিল করা হয়।

২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট এক রায়ে ভাইভা পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago