তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজনের মৃত্যু

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁওয়ে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার ভাতিজা আবির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাড়িতে ফিরছিলেন আক্তার। তখন কুনিপাড়ার নুরুল ফার্মেসির সামনে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে তার মাথায় ইট পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments