ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে আসাদ গেটে বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ একদল মানুষ।

আজ রোববার সকাল ১১টার দিকে আসাদ গেটে সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, তারা ধর্ষকের মৃত্যুদণ্ড চান।

তাসনিম সিদ্দিকী নামে অপর এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। এছাড়া, জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন, তাদেরকেও কোনো কথা বলতে দেখছি না। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি।'

'প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, তারা আমাদের কথা শুনবে। এখন আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে যাচ্ছি। তারা আমাদের দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হলে আমরা সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালন করব', বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago