আগামীকাল থেকে আইনশৃঙ্খলার ডেফিনিট ইমপ্রুভমেন্ট দেখবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামীকাল থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দিবাগত রাত ৩টায় বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকেছি। এখন আমরা নির্ধারণ করব কীভাবে কী করা যায়। আগামীকাল থেকে আপনারা ডেফিনিট ইমপ্রুভমেন্ট দেখবেন।'

জরুরি সংবাদ সম্মেলনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা পূর্ণ সজাগ ও সচেতন। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের চেষ্টা করছে। তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে। তারা এখন ওই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।'

'আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেবো না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যখন প্রয়োজন হবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তখনই তাদের প্রতিহত করবে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই আওয়ামী দোসর যারা এই কাজগুলো করছে, তাদের ঘুম হারাম করে দেবো,' বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, 'তাদের (অপরাধীদের) কোথাও কোনো স্থান হবে না। আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি, তারা টহল কার্যক্রম আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব।'

তিনি বলেন, 'দেশবাসীকে আশ্বস্ত করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেবো না।'

'আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেবো না। তাদের কাছে প্রচুর টাকা। এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তারা কোনোভাবেই সফল হবে না। দিনে দিনে পরিস্থিতি উন্নতি হবে, ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা যেন ঘুমাতে না পারে, বসতে না পারে আমরা সেই ব্যবস্থা করব,' যোগ করেন তিনি।

রোববার রাতে বনশ্রীর ছিনতাইয়ের ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'এতে দোসররা জড়িত। ঘটনাটি বনশ্রী এলাকায়, আমার নজরে আছে। সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।'

উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, 'গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত, সে পরিমাণ হয়তো হচ্ছে না। বাসে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার চলতে থাকবে।'

তিনি বলেন, 'সেনাবাহিনীকে যে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করছে। সবাই কাজ করছে বলেই পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এটা আরও ভালোর দিকে যাচ্ছে।'

উপদেষ্টা বলেন, 'মা-বোনদের বলব তাদের ব্যাপারে আমরা সবসময়ই কনসার্ন। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ আছি।'

'আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কী হয়নি, তা আপনারা ভালো বলতে পারবেন। তখন পুলিশ-আনসারের অবস্থা কেমন ছিল। আবারও বলছি, আমরা জনগণকে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবশ্যই করব,' যোগ করেন তিনি।

রোববার রাতে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেই অনেকেই 'দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি'র কথা উল্লেখ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকশ শিক্ষার্থী ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে আজ রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

পরে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

Talks with IMF: Consensus likely on exchange rate, revenue issues

The fourth tranche of the instalment was deferred due to disagreements and now talks are going on to release two tranches at once.

11h ago