ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের রেল অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক স্টেশন এলাকায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। আজ সোমবার সকালে। ছবি: স্টার

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করার দাবিতে রেল অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৮টার দিকে কালিয়াকৈরে হাইটেক স্টেশনে রেল লাইন অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী।

সম্প্রতি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় বহনকারী নতুন নাম দেওয়া হোক।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ইউনুস আলী, ফখরুল হাসান ফয়সাল, শাহরিয়ার কবির সজিব বলেন, 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি' নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান, প্রতিষ্ঠানটি 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দুপুর পৌঁনে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান করছিলেন।

শিক্ষার্থীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়নে 'স্টুডেন্ট ফোরাম' বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বিষয়টি নিয়ে জরুরি সভা ডেকে আলোচনা হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা টাংগাইল রুটে অবরোধ চলছে। সকাল থেকে এই রেলপথে শুধু সিরাজগঞ্জ কমিউটার গেছে।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

2h ago