স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। ছবি: রাশেদ সুমন

সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়া গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ।

ছবি: রাশেদ সুমন

আজ সোমবার বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। আন্দোলনকারীরা সেখানেই ঘণ্টাব্যাপী সমাবেশ করে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, ব্যারিকেড দিয়ে পদযাত্রা আটকে দেওয়া হলে শিক্ষার্থী-তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধার মুখে তারা আর সচিবালয়ের দিকে এগুতে পারেনি। তবে লাঠিপেটা বা জলকামান ব্যবহারের ঘটনা ঘটেনি।

ছবি: রাশেদ সুমন

জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ'-এর ব্যানারে এ গণপদযাত্রা হয়। পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নবিরোধী সংক্ষিপ্ত সমাবেশ হয়।

Comments

The Daily Star  | English

11 years of N’ganj 7-murder: Hope fading as families still await justice

With the case still pending with Appellate Division, the victims' families continue to wait for the execution of the culprits' punishment

2h ago