বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

শ্রমিকরা অবরোধ করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে উলাইলের কর্নপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ অব্যাহত রেখেছেন শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা দ্য ডেইলি স্টারকে জানান, কয়েক দফায় সময় দিয়েও কারখানাটির মালিকপক্ষ এখনো শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। আজ ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা না করেই কারখানা থেকে বেরিয়ে যান কর্মকর্তারা।

এরপর তারা মহাসড়ক অবরোধ করেন এবং দাবি জানাচ্ছেন, বকেয়া পাওনা পরিশোধের আগ পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা সারাদিন বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। আজ বেতন দেওয়ার কথা থাকলেও না দেওয়ায় শ্রমিকরা ইফতারের পর রাস্তায় নেমেছে। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে রয়েছি। মালিকের কোনো সারা পাচ্ছি না। শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে, কিন্তু মালিক শ্রমিকদের কাছেই আসছেন না।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago