‘ডেভিল হান্ট’ নাম বদলালেও অভিযান চলবে

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তবে অপারেশন 'ডেভিল হান্ট' নাম থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছেন।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, প্রধান উপদেষ্টা 'ডেভিল হান্ট' নামটির বিষয়ে আপত্তি জানিয়েছেন, যার প্রেক্ষিতে এই নাম বদলানোর বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, তবে চলমান যে অভিযান সেই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা অন্যান্য প্রয়োজনে আরও একাধিক অভিযান পরিচালনা করবে। তবে অভিযানের নাম বদলের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

গতকাল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশকিছু সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে বিশেষ অপারেশন শুরু হয়েছে। সেইসঙ্গে থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

Now