মজুরি বৃদ্ধি, কারখানা বন্ধের প্রতিবাদে সাভারে শ্রমিক বিক্ষোভ

মজুরি বৃদ্ধি ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এক হাজারের অধিক শ্রমিক মহাসড়কের উলাইল এলাকার একটি সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে সরে যান।
শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসে পিসরেটে মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিলেন মজুরি বাড়াবে। কিন্তু বাড়ায়নি। এছাড়া ওভারটাইমও বাড়ায়নি। এনিয়ে আমরা কারখানায় গতকাল মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে মালিকপক্ষ আলোচনা করতে অস্বীকার করে এবং উল্টো আজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি বলে জানান শ্রমিকরা।
এর আগে গতকাল দুই মাসের বকেয়া বেতনের দাবিতে প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তাদের বেতন দেয়া হবে আশ্বাস দেয়া হলে তারা চলে যান। আজ আবার পার্শ্ববর্তী ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সড়কে নেমে এসেছে। এছাড়া তারা পাশের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।'
Comments