বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম বদলে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাব অনুমোদন করেছেন।
এর ফলে দেশের প্রথম স্যাটেলাইট এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে পরিচিত হবে।
বিএসসিএলের এক কর্মকর্তা জানান, তারা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নতুন নাম আপডেট করতে ব্যবস্থা নেবেন।
Comments