দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এপ্রিলে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইসহাক দার | ছবি: ডন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এপ্রিলে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তবে তার সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সফরকালে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটনসহ বেশকিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

তারা সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

পাকিস্তানের অতিরিক্ত সচিব আজ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সংস্কৃতি বিষয়ক সচিব আতাউর রহমান এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সাথেও বৈঠক করেন।

এর আগে সবশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন। ২০২২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভার্চুয়ালি ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছিলেন।

গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দুইবার সাক্ষাৎ হয়। আগস্টে টেলিফোনেও তাদের মধ্যে কথোপকথন হয় এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হন।

এরপর বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল ও ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে।

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

9m ago