যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে

ছবি: সংগৃহীত

নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের প্রত্যাবাসন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ এবং যাদের ফেরত পাঠানো হবে তাদের যেন হাতকড়া না পরানো হয় সে বিষয়ে অনুরোধ জানানো হবে।

পরারাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনিবন্ধিত বাংলাদেশিরা বড় সমস্যা নয়। সেখানে কাগজপত্র ছাড়া খুব বেশি বাংলাদেশি অবস্থান করছেন না। তিনি আরও বলেন, এটি সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে লক্ষ্য করে কোনো নতুন নীতি নয়, কারণ যুক্তরাষ্ট্র এর আগে অনিবন্ধিত বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন গত ২০ জানুয়ারি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে একটি নির্বাহী আদেশ জারি করেছে। যদিও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অনিয়মিত অভিবাসী মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আসে, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অভিবাসীও রয়েছে এবং তাদের ফেরত পাঠানো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

2h ago