স্বাধীনতা পুরস্কারের বিবেচনায় যাদের নাম

(উপরে) এম এ জি ওসমানী, জামাল নজরুল ইসলাম, স্যার ফজলে হাসান আবেদ, বদরুদ্দীন উমর, (নিচে) আল মাহমুদ, নভেরা আহমেদ, আজম খান ও আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ২০২৫ সালে আটজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য বিবেচনা করছে সরকার। 

আজ বৃহস্পতিবার বিকেলে সরকারের দায়িত্বশীল সূত্র ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা হলেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গবেষক লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শিগগির তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
 

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

9h ago