শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

এপেক্স, সৈয়দ মঞ্জুর এলাহী, ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস, ডিএইচএল,
সৈয়দ মঞ্জুর এলাহী। ছবি: সংগৃহীত

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

সৈয়দ মঞ্জুর এলাহী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মাহবুবুর রহমান বলেন, 'তার মৃত্যু শুধু এমটিবি পরিবারের জন্যই নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।'

সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মাহবুবুর রহমান জানান, তার মরদেহ আজ ঢাকায় আনার চেষ্টা করছে পরিবার।

১৯৪২ সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং 'ডিএইচএল-দ্য ডেইলি স্টার' আজীবন সম্মাননা পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন।

১৯৭৫ সালে মাত্র ১২ লাখ টাকা দিয়ে তিনি ওরিয়েন্ট ট্যানারি কেনেন, যা পরবর্তীতে এপেক্স গ্রুপের বিশাল বহুমুখী ব্যবসায় রূপ নেয়। এপেক্স ফুটওয়্যার এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম জুতার কোম্পানি, যা দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করছে।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

46m ago