ধর্ষণবিরোধী পদযাত্রায় বাধা-সংঘর্ষ: এসি মামুনের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন। ছবি: স্টার

মঙ্গলবার রাজধানীতে 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে' পদযাত্রায় পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী প্ল্যাটফর্ম 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের' পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, '১১ মার্চ "ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ" প্ল্যাটফর্মের উদ্যোগে নয় দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপির রমনা বিভাগের সিভিল ড্রেসে থাকা এসি আবদুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, নারীদের হেনস্তা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে; যা আওয়ামী আমলের পুলিশি রাষ্ট্রেরই চিহ্ন বহন করে।'

ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে নারীদের ওপর 'এসি মামুনের ন্যাক্কারজনক হামলায় আবারও পুলিশের গণবিরোধী চরিত্রের উন্মোচন ঘটেছে' উল্লেখ করে করে বলা হয়, 'ধর্ষক-নিপীড়ক-খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশবাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বলপ্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসনসহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।'

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমাইয়া আক্তার। তিনি বলেন, 'রমনা মডেল থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১২ শিক্ষার্থী, আহত এক সাংবাদিকসহ ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এমনকি যারা ওই কর্মসূচিতে উপস্থিতই ছিলেন না, তাদের নামেও মামলা দেওয়া হয়েছে।'

তাদের ভাষ্য, পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গণহারে এই মামলা দায়ের করেছে। আগের ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলেও এমন দমনমূলক পদক্ষেপ তারা দেখেছেন। এমনকি জুলাই অভ্যুত্থানের সময়েও শিক্ষার্থী ও সাধারণ জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটেছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে বলা হয়, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব নয়। তাই নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার অপসারণ জরুরি।

Comments

The Daily Star  | English
Bangladesh 2025-26 budget

Budget to shrink amid fiscal strain

Bangladesh’s interim government is preparing to unveil a rare contractionary budget on June 2, driven by a sharp rise in interest payment that is crowding out fiscal space and forcing spending cuts.

12h ago