দিনের বেলায় খাবার খাওয়ায় কান ধরে উঠবস: ক্ষমা চাইলেন বণিক সমিতির সেই নেতা

রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়ায় যুবক-বৃদ্ধদের হেনস্থা করার ঘটনায় ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে শহরের থানা সড়কে হিন্দু হোটেল নামে একটি খাবারের দোকানে লাঠি হাতে ঢুকে দুই যুবক ও দুই বৃদ্ধকে কান ধরে উঠবস করান তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছিল। হেনস্থার শিকার দুইজনকেও আমরা থানায় এনেছিলাম। আজিজ ক্ষমা চেয়েছেন, যে কারণে কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেননি।'
ক্ষমা চাওয়ার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র জানিয়েছে, জেলা পুলিশের সহায়তায় সদর থানা এলাকায় ওই ভিডিও ধারণ করা হয়।
থানার ভেতরে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আজিজ হেনস্থার শিকার দুজনকে জড়িয়ে ধরে ক্ষমা চাইছেন।
তবে ভিডিওতে দুই বৃদ্ধকে দেখা যায়নি।
'হেনস্থার শিকার অন্য কেউ এসে যদি অভিযোগ দেয়, আমরা আইনগত ব্যবস্থা নেব,' বলেন মোন্নাফ।
ভিডিওতে আব্দুল আজিজ বলেছেন, 'আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সে জন্য এটা আমার করা ঠিক হয়নি। এ জন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের পুনরাবৃত্তি আর কখনো করব না।'
Comments