রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন গুতেরেস

রোহিঙ্গা, মানবিক সহায়তা, জাতিসংঘ, আন্তোনিও গুতেরেস,
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার পরিমাণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা জানান।

এর আগে চার দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন গুতেরেস। ঢাকায় পৌঁছানোর পর আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা দুপুরে এক ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর সঙ্গেও দেখা করবেন।

রোহিঙ্গাদের সঙ্গেই ক্যাম্পে ইফতার করবেন তারা। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক জান্তার দমন-নিপীড়নের মুখে প্রায় দশ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন।

শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকার জাতিসংঘ কার্যালয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। সেখানে তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন গুতেরেস। পরে তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

চারদিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আগামী ১৬ মার্চ সকালে ঢাকা ত্যাগ করবেন।

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt nod approval to extend deadline

1h ago