ছাত্রদল নেতাকে ছাড়াতে কালীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ

গাজীপুরের কালীগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গিয়ে মারধরের অভিযোগে ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ রোববার সকাল ৯টার দিকে আসামিদের ছাড়িয়ে নিতে কালীগঞ্জ থানা ঘেরাও করে এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ইফতারের আগে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া নামক স্থানে সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে মসজিদে হুজুরের বয়ান নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে এক পক্ষের হয়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স (২২) প্রতিপক্ষকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে ভোররাতে প্রিন্স এবং ছাত্রদলকর্মী হৃদয় (২৪), চয়ন (১৬) আরাফাত (২০) ও সিহানকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের ছাড়িয়ে নিতে কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল ইফতারের আগে মসজিদে হুজুরের বয়ান নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে গিয়ে মারধরের অভিযোগের ছাত্রদলের ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ছাড়িয়ে নিতে থানার সামনে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
Comments